Wednesday, 25 April 2012

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বিএসএফ


জেলা প্রতিনিধি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পঞ্চগড়: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আবারও ওলিয়ার রহমান (৪২) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে।

তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামে।

বিএসএফ তাকে অপহরণের পর মারপিট করে ভারতের চোপড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। অবস্থা বেগতিক দেখে চোপড়া থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএসএফ তার লাশ ফেরত দেয়নি।

জানা গেছে, ভারতের বালাবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা জিরো লাইন থেকে তিনদিন আগে ওলিয়ারকে অপহরণ করে ভারতে নিয়ে যায়।

সীমান্তের একটি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা ওলিয়ারকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় চোপড়া থানা পুলিশে সোর্পদ করে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

ওলিয়ারের পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পর বিজিবির ভজনপুর বিওপি কোম্পানি কমান্ডার ভারতের বালাবাড়ি বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পতাকা বৈঠকে বসার অনুরোধ জানায়।

মঙ্গলবার ভেলুপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ নিহত ব্যক্তি সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করে। তবে ‘মস্তিস্ক বিকৃত’ এক ব্যক্তিকে তারা আটক করে পুলিশে সোপর্দ করার কথা বিজিবির কাছে স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

No comments:

Post a Comment