Friday 13 April 2012

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ১৩-০৪-২০১২

ভারতের উত্তর চব্বিশ পরগনার কৈজুড়ি সীমান্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার এক বাংলাদেশি যুবককে বিএসএফ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকের নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ পতাকা বৈঠক করেছে।

এলাকাবাসী জানান, গত বুধবার রাতে কয়েকজন বাংলাদেশি রাখাল সাতক্ষীরার বৈকারি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গতকাল ভোরে তাঁরা গরু নিয়ে ফেরার পথে ভারতের কৈজুড়ি মাঠের ভেতরে পৌঁছালে বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটক করেন। পরে সেখানে তাঁরা তাঁকে লাঠি দিয়ে পেটান ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বেলা দুইটা পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. ছামিউন-নবী চৌধুরী জানান, ঘটনাটি জানার পর বিএসএফের কৈজুড়ি ক্যাম্পে চিঠি পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৈকারি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ জানিয়েছে, তারা কোনো বাংলাদেশিকে হত্যা করেনি।

বিএসএফের দাবি, ভারতীয় দুবৃর্ত্তরা ওই বাংলাদেশিকে হত্যা করতে পারে।

http://www.prothom-alo.com/detail/date/2012-04-13/news/240038

1 comment:

  1. আজকে আবার,
    http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=191267

    ReplyDelete