Saturday, 14 April 2012

বিএসএফের গুলিতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে


Sat, Apr 14th, 2012 2:01 pm BdST

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শনিবার ভোরে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নিহত ফারুক হোসেন (২৫) শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফারুকসহ কয়েকজন গরু নিয়ে চৌকা সীমান্তের ১৭৫ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতের শবদেলপুর ক্যাম্পের ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ফারুক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে। বিএসএফ ফারুকের লাশ সেখান থেকে নিয়ে যায়।

ফারুকের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

৪ এপ্রিল শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে রুহুল আমিন নামে আরেক যুবক বিএসএফের গুলিতে নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪৩২ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=191267

No comments:

Post a Comment