Wednesday 4 April 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ০৪-০৪-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আজ বুধবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুহুল আমীন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রুহুল একই উপজেলার তারাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিংনগর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত রুহুল আমীন গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আজ ভোর সাড়ে চারটায় ১৬৮/৪০ নম্বর পিলার সংলগ্ন শিংনগর সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। কিন্তু বাংলাদেশে প্রবেশের আগেই বিএসএফের শোভাপুর ক্যাম্পের জওয়ানরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ এসে মারা যান। স্থানীয় লোকজন রুহুল আমীনের লাশ উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেয়।

এ প্রসঙ্গে নায়েক সুবেদার মনোয়ার হোসেন জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বেলা ১১টায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে চিঠি দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment