Monday, 27 August 2012

বিএসএফের ‘নির্যাতনে’ যুবক নিহত

দিনাজপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহত গরু ব্যবসায়ী আবুল কাশেম (২৬) ভাইগড় সীমান্তের ঋষিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সোমবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে পড়ে থাকা তার লাশ বিএসএফ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যুবক কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

নিহতের বাবা আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশেম কয়েকজনের সঙ্গে রোববার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের শ্রীরামপুর গ্রামে গরু আনতে যায়। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এরপর সঙ্গীরা ফিরে এলেও কাশেম আর ফেরেনি।

“সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের একটি ডোবায় কাশেমের ক্ষত-বিক্ষত লাশ ভেসে উঠে। পরে বিএসএফ তা নিজেদের হেফাজতে নেয়।”

আলতাফ বলেন, “বিএসএফের নির্যাতনেই আমার ছেলে মারা গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩৫৭ ঘ.

http://bdnews24.com/bangla/details.php?id=203202&cid=2

Thursday, 23 August 2012

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | তারিখ: ২৩-০৮-২০১২
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা জাহাঙ্গীর হোসেন (২৪) নামের বাংলাদেশি এক রাখালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চেনাকাটা নদীতে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়।

জাহাঙ্গীর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগেবড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার (ঈদের দিন) রাতে জাহাঙ্গীরসহ ছয়জন বাংলাদেশি রাখাল একই ইউনিয়নের ভোটহাট খাতা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের ুকোচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দল জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে যান।

রাখাল মানিক হোসেন অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ মঙ্গলবার রাতে চেনাকাটা নদীতে ভাসিয়ে দেয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ভারতের চেনাকাটা গ্রামবাসী নদীতে লাশ দেখতে পেয়ে পাশের চেনাকাটা বিএসএফ ক্যাম্পে খবর দেয়। বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরের লাশ দেখে বাংলাদেশের নাজিরগোমানী বিজিবিকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। খবর পেয়ে লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রহমান লাশ শনাক্ত করেন।

সুবেদার আবদুর রহমান বলেন, জাহাঙ্গীরের লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-08-23/news/283212

Sunday, 12 August 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Sun, Aug 12th, 2012 8:42 pm BdST
সাতক্ষীরা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এক বাংলাদেশি রাখালকে গুলি চালিয়ে হত্যা করেছে।

রোববার ভোরে বৈকারি সীমান্ত এলাকায় ওই রাখালকে গুলি করে হত্যার পর বিএসএফ লাশ নিয়ে যায়। বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

নিহত আতাউর রহমান (৩০) সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আবু মোতাহার মো. সোহেল সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফ ১৫২ ব্যাটালিয়নের গোবরদা ক্যাম্পের সদস্যরা তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আতাউর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

বিকাল সাড়ে ৪টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় বিজিবি ও বিএসএফ এর মধ্যে। বৈঠকে গুলির ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে বিজিবি কর্মকর্তারা জানান।

লাশ ফেরত পাওয়ার পর নিহতের পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়।

সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের বারবার প্রতিবাদ জানানোর পর ভারতের পক্ষ থেকে তা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, প্রাণঘাতী নয় এমন অস্ত্র বিএসএফকে দেওয়া হবে।

তবে তারপরও সীমান্তে বাংলাদেশি হত্যা কমেনি। দেশের মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৯ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=202080&hb=4

Tuesday, 7 August 2012

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ভারত সীমান্তের তারকাটার বেড়া কেটে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জাহিদুল ইসলাম লাল্টু (৩৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতরভাবে আহত হয়েছেন শাহিন (২৫) নামের এক যুবক। আহত যুবক শাহিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলীর লেবুতলা সীমান্তে।

জানা গেছে, গতকাল ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী লেবুতলা গ্রামের নিজামউদ্দিন মাস্টারের পুত্র জাহিদুল ইসলাম লাল্টু, যশোরের শার্শা উপজেলা ধানকুনি গ্রামের আবদুল মজিদের পুত্র শাহিনসহ ৫/৬ জন বাংলাদেশ ৫২ নম্বর মেইন পিলারের পাশে ভারত সীমান্তের কাশিপুর গ্রামের ব্রিজের পাশের তার কাটার বেড়া কেটে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতের জিতপুর ও কুলিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায়। গুলিতে জাহিদুল ইসলাম লাল্টু ও শাহিন গুরুতরভাবে আহত হয়। 

আহতাবস্থায় দু'জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম লাল্টুকে মৃত ঘোষণা করে। আহত শাহিনের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তাররা জানায়। 
বিজিবির যাদবপুর কোম্পানি কমান্ডার জয়নাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাহিদুল ইসলাম লাল্টুর লাশ যশোরে রয়েছে। আর আহত শাহিনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।