Monday, 27 August 2012

বিএসএফের ‘নির্যাতনে’ যুবক নিহত

দিনাজপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহত গরু ব্যবসায়ী আবুল কাশেম (২৬) ভাইগড় সীমান্তের ঋষিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সোমবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে পড়ে থাকা তার লাশ বিএসএফ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যুবক কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

নিহতের বাবা আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশেম কয়েকজনের সঙ্গে রোববার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের শ্রীরামপুর গ্রামে গরু আনতে যায়। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এরপর সঙ্গীরা ফিরে এলেও কাশেম আর ফেরেনি।

“সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের একটি ডোবায় কাশেমের ক্ষত-বিক্ষত লাশ ভেসে উঠে। পরে বিএসএফ তা নিজেদের হেফাজতে নেয়।”

আলতাফ বলেন, “বিএসএফের নির্যাতনেই আমার ছেলে মারা গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩৫৭ ঘ.

http://bdnews24.com/bangla/details.php?id=203202&cid=2

No comments:

Post a Comment