Thursday 23 August 2012

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | তারিখ: ২৩-০৮-২০১২
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা জাহাঙ্গীর হোসেন (২৪) নামের বাংলাদেশি এক রাখালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চেনাকাটা নদীতে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়।

জাহাঙ্গীর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগেবড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার (ঈদের দিন) রাতে জাহাঙ্গীরসহ ছয়জন বাংলাদেশি রাখাল একই ইউনিয়নের ভোটহাট খাতা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের ুকোচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দল জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে যান।

রাখাল মানিক হোসেন অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ মঙ্গলবার রাতে চেনাকাটা নদীতে ভাসিয়ে দেয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ভারতের চেনাকাটা গ্রামবাসী নদীতে লাশ দেখতে পেয়ে পাশের চেনাকাটা বিএসএফ ক্যাম্পে খবর দেয়। বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরের লাশ দেখে বাংলাদেশের নাজিরগোমানী বিজিবিকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। খবর পেয়ে লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রহমান লাশ শনাক্ত করেন।

সুবেদার আবদুর রহমান বলেন, জাহাঙ্গীরের লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-08-23/news/283212

No comments:

Post a Comment