Friday, 21 June 2013

BSF killed 43 at Benapole, Sarsha borders in 4 years

 Tribune Online Report Bangladesh

Some of them were killed in BSF firing while the rest in torture by the border guard

Members of Indian Border Security Force killed 43 Bangladeshi nationals along the borders of Benapole and Sarsha upazila during the last four years, reports UNB.

Some of them were killed in BSF firing while the rest in torture by the border guards.

Besides, over 400 people were tortured by the Indian border guards during the period, according to Rights Jessore, a local human rights organisation.

Among the victims, Amit and an unidentified youth were killed on January 12,2011 along Gatipara border, Zahid and another unidentified youth were killed along Bedebahadurpur border on January 30, Alauddin was killed along Daulatpur border on January 28, Israfil on Putkhali border on February 1, cattle trader Abdul Alaim was shot dead along Dhannokhola border on June 1, Injin Ali was killed on August 31, Sabuj, Ahmed Ali, Ariful and Saddam were killed on August 9 along Daulatpur frontier.

Besides, Makhan Majnu was shot dead on September 3, Baten along Putkhali border on November 16, Rafiqul Islam was slaughtered along Panchbhulat border on November 30, Arif, Samir and Monir were killed by BSF troops along Daulatpur and Putkhali borders on December 13, 11 and 19 respectively.

Rasheduzzamn was killed on January 21, 2012 along Dhannokhola border, Aklamgir drowned in a water body after being chased by BSF men on September 14 at Daulatpur village, and an unidentified  youth was killed along Kaliani border on July 2 and Joy Shikder was shot dead along Benapole frontier on June 8 in 2012.

On June 12, 2013, Habibur Rahman and Faruq Hossain were shot dead by the Indian border guards at Khedapara in Indian territory.

http://www.dhakatribune.com/bangladesh/2013/jun/21/43-killed-bsf-along-benapole-sarsha-borders-4-years

Thursday, 13 June 2013

সীমান্তে হত্যা ‘শূন্যে’ নেমেছে: পঙ্কজ (ভারতের হাইকমিশনার)


জ্যেষ্ঠ প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-12 11:11:04.0 GMT Updated: 2013-06-12 12:42:35.0 GMT

এই বছরের শুরু থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সীমান্তে কোনো বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়নি বলে দাবি করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ।

বুধবার তার এই বক্তব্যের ২৪ ঘণ্টা আগেই যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।

বছরের শুরু থেকে কোনো বাংলাদেশি সীমান্তে নিহত হননি বলে নয়া দিল্লির দূত দাবি করলেও জানুয়ারি মাসেই অন্তত দুই বাংলাদেশি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন।

জানুয়ারি মাসে ওই দুজন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন। ফেব্রুয়ারি মাসে কুড়িগ্রাম সীমান্তে নিহত হন আরেকজন।

এসবের মধ্যেই পঙ্কজ সরণ জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, জানুয়ারি থেকে গত সপ্তাহ পর্যন্ত সীমান্তে হত্যা ‘শূন্যের’ কোটায় নেমে এসেছে।

যশোরে সোমবার রাতে দুজন নিহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নয়াদিল্লির সঙ্গে আলোচনার আগে কোনো মন্তব্য করতে চাননি।

বিএসএফের হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যে থাকা ভারতের রাষ্ট্রদূত সীমান্ত ব্যবস্থাপনাকে বড় ধরনের ‘চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেন। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতাও চান তিনি।

অনুষ্ঠানে টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়েও কথা বলেন পঙ্কজ সরণ।

তিনি বলেন, বরাক নদীতে টিপাইমুখ জলবিদ্যুৎ কেন্দ্র করার যে পরিকল্পনা নেয়া হয়েছে তাতে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। চাইলে বাংলাদেশও সেখান থেকে বিদ্যুৎ নিতে পারবে।

“এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ ভারতের কাছ থেকে আনতে পারবে বাংলাদেশ। অন্যদিকে টিপাইমুখ নিয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। এই দুটি বিষয় মাথায় রেখেই আমাদের এগোতে হবে।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, গত চার বছরে সম্মিলিতভাবে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তার ফলে দুই সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের ছয়টি ক্ষেত্র- রাজনীতি ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ, পানি বণ্টন, আঞ্চলিক যোগাযোগ এবং দুই দেশের জনগণ পর্যায়ে যোগাযোগ-প্রতিটি ক্ষেত্র নিয়েই কথা বলেন পঙ্কজ সরণ।

ইতিহাসের আলোকে তিনি বলেন, এই দুই দেশ একে অন্যের ক্ষতি না করে সর্বোচ্চ লাভবান হতে পারে।

“সর্বোচ্চ লাভবান হওয়ার জন্য একযোগে কাজ করলে আমরা উভয়ই সুবিধা পেতে পারি।”

ভারত সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি বলেন, “সহযোগিতার অর্থ এই নয় যে, আমরা নিজেদের সার্বভৌমত্ব হারাচ্ছি।”

গত চার বছরে হাসিনা-মনমোহন সরকারের শীর্ষ নেতৃত্বের উভয় দেশ সফরের কথা তুলে ধরেন পঙ্কজ। ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণ ছাড় হচ্ছে বলেও জানান তিনি।

হাইকমিশনার বলেন, এর আওতায় ৭৯৪ মিলিয়ন ডলারের ১৬টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর বাইরে ২০ মিলিয়ন ডলার অনুদান দেয়া হয়েছে, যা ইচ্ছেমতো যে কোনো প্রকল্পে ব্যবহার করতে পারে বাংলাদেশ।

ভারতের অনুদানের ওই অর্থ পদ্মা সেতু প্রকল্পে ব্যবহার করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন।

হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি।

তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আবারো তুলে ধরেন তিনি।

১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এর আলোকে ২০১১ সালে সই হওয়া প্রটোকল অনুসমর্থনের জন্য মতৈক্য তৈরিতে ভারত সরকার কাজ করছে বলে জানান তিনি।

http://bangla.bdnews24.com/bangladesh/article635756.bdnews

Wednesday, 12 June 2013

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


বেনাপোল প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-12 03:30:17.0 GMT Updated: 2013-06-12 03:30:17.0 GMT

যশোরের শার্শায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

     
নিহতরা হলেন, বেনাপোলের শিবনাথপুর গ্রামের হাবিবুর রহমান (৩০) ও বসতপুর কলোনীর ফারুক হোসেন (৩৫)।

শার্শার পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী  সাংবাদিকদেরকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হাবিব ও ফারুকসহ কয়েকজন মিলে চোরাকারবারীদের কাছ থেকে গরু আনতে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইলে প্রবেশ করার সময় বিএসএফ তাদের বাধা দেয়।

“এতে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিএসএফের টহল দল এ সময় গুলি ছুড়লে তিন জন আহত হন।”

ইউপি সদস্য লিয়াকত বলেন, আহত তিন জনের মধ্যে ফারুকের মাথায় ও হাবিবের বুকে গুলি লাগে। তাদের প্রথমে বাগআচড়ার বেসরকারি ক্লিনিক ’জোহরা মেডিকেল সেন্টারে’ নেয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মাথা ও  দেহে গুলি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যশোরে নেওয়ার পথেই মারা যান ফারুক। আর হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বলে লিয়াকত জানান।

তবে আহত আরেক ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প ইনচার্জ সফিউদ্দিন হাওলাদারও দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর স্বীকার করেছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

http://bangla.bdnews24.com/bangladesh/article635608.bdnews

BSF kills 2 on Benapole frontier

WEDNESDAY, JUNE 12, 2013


FIRING ON BANGLADESHI CITIZENS


The Indian Border Security Force (BSF) shot dead two Bangladeshi cattle traders and injured as many others along Putkhali frontier in Benapole of Jessore district early Wednesday.
Deceased Habibur Rahman, 25, hailed from Baropota village while Faruque Hossain, 26, from Basatpur Colony area in Benapole, reports our Benapole correspondent.
The BSF men opened fire when a group of Bangladeshi cattle traders including Habibur and Faruque were returning from India with cattle around 12:30am, said Subedar Shafiuddin (full name was not available immediately) of Putkhali camp of 23 Boarder Guard Bangladesh (BGB).
Habibur died on the spot while Faruque succumbed to his injuries at Jessore Medical College Hospital, the BGB official said.
The cattle traders managed to bring back the body of Habibur.
But the fate of the two other bullet-hit cattle traders could not be known as they were inside the Indian territory, the BGB official said.
BGB has already sent a letter to BSF protesting the killings, said Lt Col Tayeful Haque, commanding officer of BGB-23 battalion. 

Saturday, 8 June 2013

দুই স্কুলছাত্রকে নিয়ে গেছে বিএসএফ


কুড়িগ্রাম প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-08 09:03:01.0 Updated: 2013-06-08 09:08:57.0

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্ত থেকে শনিবার দুই স্কুলছাত্রকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
এরা হলে ফুলমতি গ্রামের ইসলাম হোসেনের ছেলে মিজানুর রহমান (১৩) এবং আবু হোসেনের ছেলে আল আমিন (১২)।
মিজানুর ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি এবং আমিন একই স্কুলের ৭ম শ্রেণিতে পড়ে।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউর হক খালেদ জানান, ভোরে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করলে এ দুই স্কুলছাত্রকে আটক করে বিএসএফ। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার শহিদুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে শনিবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকে ফেরত চাওয়া হয়েছে।

কিন্তু বিএসএফ থেকে কোনো জবাব আসেনি।

http://bangla.bdnews24.com/bangladesh/article634267.bdnews

Wednesday, 5 June 2013

‘বিএসএফকে সামলান’


সমীর পুরকায়স্থ, কলকাতা থেকে  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-05 12:23:37.0 GMT Updated: 2013-06-05 12:59:27.0 GMT

সীমান্তে জনজীবন দুর্বিষহ করে তোলার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্তৃত্ব কমিয়ে আনতে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠন।

   
সর্বশেষ আবেদনে বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (এমএএসইউএম) বলেছে, বিএসএফ নির্যাতন ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালিয়ে আসছে, প্রায়ই চোরাচালানের মিথ্যা অভিযোগে পড়তে হয় গ্রামবাসীকে।

গত মাসেও এক আবেদনে সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফ সদস্যদের অব্যাহত মানবাধিকার লংঘনের দিকে মানবাধিকার সুরক্ষায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের এই মানবাধিকার সংগঠন।

আগের আবেদনে মুর্শিদাবাদ জেলায় বিএসএফের মানবাধিকার লংঘনের একাধিক ঘটনাকে তুলে ধরা হয়। আর এবার সীমান্তবর্তী অন্যান্য জেলায় মানবাধিকার লংঘনের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।

এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে গরু চোরাচালানোর অভিযোগ এনে গ্রামবাসীকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

“এটা একটা গুরুতর প্রবণতা এবং যত দ্রুত সম্ভব তা বন্ধ করা দরকার। নইলে সীমান্তবর্তী এলাকায় গণঅসন্তোষ তৈরি করতে পারে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এমএএসইউএম প্রধান কিরীটি রায়।

সীমান্তবর্তী গ্রামের অধিবাসীদের প্রায়ই অহেতুক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনকে পাঠানো চিঠিতে তিনি বলেন, “এসব ঘটনা প্রমাণ করে যে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও পুলিশ থেকে জনগণের জীবনের কোনো সুরক্ষা নেই।”

অভিযোগের প্রমাণ হিসেবে উত্তর চব্বিশ পরগণা জেলার একটি ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরে মানবাধিকার সংস্থাটি।

তদন্তে দেখা যায়, গত ১৩ মার্চ ভোর ৫টার দিকে কালঞ্চী সীমান্ত চৌকির বিএসএফর একটি দল গোবরা গ্রামের ইটভাটার শ্রমিক শাহাবুদ্দিন বিশ্বাসকে আটক করে।

“বিএসএফ সদস্য নূর আলম, বালা সাহেব, মনির আহমেদ ও আকবর খান তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। শাহাবুদ্দিন বিএসএফ সদস্যদের কাছে তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করে। তখন তারা বলে যে, সে গরু চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ অস্বীকার করে সে তাদের জানায় যে, ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করে রুটি-রুজির ব্যবস্থা করে। কিন্তু বিএসএফ সদস্যরা তার কথা না শুনে বেপরোয়াভাবে মারতে থাকে- সেই সঙ্গে চলতে থাকে গালি,” বলা হয় তদন্ত প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, এরপর বিএসএফ সদস্যরা শাহাবুদ্দিনকে কালঞ্চী ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে একটি শৌচাগারের মধ্যে পিছন দিকে শিকল দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। তারপর মনির আহমেদ, নূর আলমসহ অন্য বিএসএফ সদস্যরা আবারো তার ওপর নির্যাতন করে।

“এরপর শাহাবুদ্দিনকে বিএসএফ’র গোবিন্দপুর সীমান্ত চৌকিতে আকবর খানের হেফাজতে দেয়া হয়, যেখানে খানের হাতে আবারো নির্যাতনের শিকার হন তিনি। বিকাল ৪টার দিকে তাকে সারাপুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির করা হয় এবং সেখান থেকে তার একটি চিকিৎসা সনদ সংগ্রহ করা হয়। অবশ্য সেখানে চিকিৎসকের কাছে নির্যাতনের তথ্য ফাঁস না করার জন্য শাহাবুদ্দিনকে আগেই শাসিয়ে রেখেছিল বিএসএফ সদস্যরা।”

তারপর কিছু প্রক্রিয়া শেষে বিকাল ৫টার দিকে শাহাবুদ্দিনকে স্বরূপনগর থানায় হস্তান্তর করে বিএসএফ। সন্ধ্যা ৭টার দিকে এলাকায় কয়েকজনকে সঙ্গে করে থানায় আসেন নির্যাতিতের ভাই। বজলুর রহমান নামের থানার সেকেন্ড অফিসারের (মেজবাবু) সঙ্গে দেখা করেন তারা। ওই পুলিশ কর্মকর্তা তাদের কাছে ৫০ হাজার রূপি দাবি করেন শাহাবুদ্দিনকে ছেড়ে দেয়ার জন্য। ওই অর্থ না দিলে তার জামিন হবে না এবং তিন বছর জেলের ঘানি টানতে হবে বলে তাদের ভয় দেখানো হয়।

জমি বন্ধক রেখে পুলিশ কর্মকর্তাকে ওই অর্থ দেয় শাহাবুদ্দিনের পরিবার, যেখানে একজন আইনজীবীকেও উপস্থিত রাখা হয়। এরপর ওই থানার ওসি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়কে আরো তিন হাজার রূপি দিতে হয় তাদের। কাগজপত্র ঠিকঠাক করতে ওই অর্থ দাবি করেন তিনি।
এরপর একটি ফৌজদারি মামলা দেখিয়ে ১৪ মার্চ শাহাবুদ্দিনকে বশিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। তখন থেকে ১৭ দিন কারাগারে কাটানোর পর জামিনে বেরিয়ে আসেন শাহাবুদ্দিন। এখনো তিনি চিকিৎসা নিচ্ছেন, যার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

গত ২০ মে বশিরহাটের উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তার কাছে পুরো ঘটনা তুলে ধরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাহাবুদ্দিন, যাতে বিএসএফ নির্যাতন থেকে শুরু করে স্বরূপনগর থানা পুলিশের অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি তুলে ধরা হয়। তবে এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে তদন্তে উঠে এসেছে।

এমএএসইউএম প্রধান কিরীটি রায় বলেন, অনেক গ্রামবাসীই এভাবে নির্যাতনের শিকার হন। তারপর তাদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়। তাদের পরিবারকে পোহাতে হয় সীমাহীন কষ্ট।

“রক্ষকরাই ভক্ষক হয়ে উঠেছেন,” বলেন তিনি।

http://bangla.bdnews24.com/bangladesh/article633235.bdnews

Check BSF: Bengal rights group


Samir Purkayastha,  Kolkata
Published: 2013-06-05 03:58:41.0 Updated: 2013-06-05 14:40:34.0

A West Bengal based human rights group has moved India's National Human Rights Commission (NHRC) for the second time in a month, asking it to rein in the Border Security Force (BSF), which it says is making life difficult for people on the India-Bangladesh border.
   

In its latest petition to the NHRC, Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM) alleged that the BSF continues a campaign of torture and terror, often falsely implicating villagers on charges of smuggling.

The MASUM had in a separate petition last month also drawn attention of the country’s apex human rights body about 'serious and continuos rights violations' affecting villagers.

While the previous petition focussed on cases in Murshidabad district, the latest petition brings up cases of rights violations in other border districts.

In most cases, BSF seems to implicate villagers as cattle smugglers.

“This is a serious trend which needs to be stopped as soon as possible or else this could lead to a serious disaffection in the border areas,” MASUM chief Kirity Roy told bdnews.com claiming that the villagers in the bordering areas are often subject to needless harassment.

“These incidents show that those live on or near the Indo-Bangladesh Border area have no protection from BSF and police," Roy pointed out in his letter to the NHRC chairman.

To prove its point, MASUM investigated a case in details in the North 24-Parganas district.

Its fact finding team found that on March 13 around 5 am, a BSF team from Kalanchi Border Outpost (BOP) accosted a brick kiln labourer Sahabuddin Biswas of Gobra village.

“BSF personnel, Nur Alam (INT of Kalanchi BOP, Battalion-152, Company-G), Bala Saheb, Monir Ahmed (Company Commander) and Akbar Khan started to assault the victim indiscriminately. The victim asked them the reason for sudden assault upon him. They told that he was involved in cattle smuggling. He protested against such false allegation and told them that he earns his livelihood by working in brick field as a day labourer. But the BSF personnel were not convinced and continued to assault him while abusing him in filthy language,” MASUM’s fact finding report said.

The BSF then took him to Kalanchi BSF Camp. There the victim was kept inside a toilet with his hands tied from back and his legs chained, the report said, adding, he was again subjected to heinous assault by Monir Ahmed, Nur Alam and other BSF personnel.

“Then the victim was handed over to the custody of Akbar Khan of Gobindapur BSF BOP where he was again assaulted by Khan. Then at about 4 pm the victim was produced at Sarapul Block Primary Health Centre and the BSF personnel manufactured one medical fit certificate of the victim but beforehand they threatened him not to reveal the incident of torture to the attending doctor. Then the victim was produced at the Customs Office, Hatathganj and the customs officials took the thumb impression of the victim on some papers on the instruction of BSF personnel. Then at about 5 pm the victim was handed over to the police of Swarupnagar Police Station where he was lodged in police lock-up,” the MASUM told the NHRC in its letter.

At about 7 pm the brother of the victim along with some local people came to the police station and they met 2nd officer (Mejobabu) of the police station namely Bajlur Rahman. The said police officer demanded Rs.50, 000/- from them by telling them the victim would not get bail and suffer three years in jail if the money was not paid. The victim’s family arranged the money by mortgaging landed property and gave the amount to Rahman in presence of one advocate, the report said.

Again Officer-in-Charge of Swarupnagar Police Station Rajashree Banerjee took Rs.3000/- from the victim’s family on the plea that the money was needed for ‘correcting documents’, it added.

Then on March 14 the victim was produced in the court of Additional Chief Judicial Magistrate, Basirhat by police by implicating him in a criminal case vide Swarupnagar Police Station Case no. 155/2013 dated 14.3.2013 under sections 147/148/186/188/413/414 of Indian Penal Code.

The victim got bail from court after serving 17 days in custody. The victim is still under medical treatment and the medical expenses are born by his family.

On May 20 he lodged a written complaint before the Sub-Divisional Police Officer, Basirhat informing the whole incident of BSF torture and illegal practice of the police of Swarupnagar Police Station. But till date there has been no action against the perpetrators, the rights body claimed.

Masum chief Kirity Roy says that many villagers are tortured and falsely implicated in criminal cases and then their families are fleeced mercilessly. "The protectors have become perpetrators of crime."

http://bdnews24.com/bangladesh/2013/06/05/check-bsf-bengal-rights-group