বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-12 03:30:17.0 GMT Updated: 2013-06-12 03:30:17.0 GMT
যশোরের শার্শায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বেনাপোলের শিবনাথপুর গ্রামের হাবিবুর রহমান (৩০) ও বসতপুর কলোনীর ফারুক হোসেন (৩৫)।
শার্শার পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী সাংবাদিকদেরকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হাবিব ও ফারুকসহ কয়েকজন মিলে চোরাকারবারীদের কাছ থেকে গরু আনতে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইলে প্রবেশ করার সময় বিএসএফ তাদের বাধা দেয়।
“এতে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিএসএফের টহল দল এ সময় গুলি ছুড়লে তিন জন আহত হন।”
ইউপি সদস্য লিয়াকত বলেন, আহত তিন জনের মধ্যে ফারুকের মাথায় ও হাবিবের বুকে গুলি লাগে। তাদের প্রথমে বাগআচড়ার বেসরকারি ক্লিনিক ’জোহরা মেডিকেল সেন্টারে’ নেয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মাথা ও দেহে গুলি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যশোরে নেওয়ার পথেই মারা যান ফারুক। আর হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান বলে লিয়াকত জানান।
তবে আহত আরেক ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প ইনচার্জ সফিউদ্দিন হাওলাদারও দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর স্বীকার করেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
http://bangla.bdnews24.com/bangladesh/article635608.bdnews
No comments:
Post a Comment