Wednesday, 25 April 2012

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বিএসএফ


জেলা প্রতিনিধি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পঞ্চগড়: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আবারও ওলিয়ার রহমান (৪২) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে।

তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামে।

বিএসএফ তাকে অপহরণের পর মারপিট করে ভারতের চোপড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। অবস্থা বেগতিক দেখে চোপড়া থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএসএফ তার লাশ ফেরত দেয়নি।

জানা গেছে, ভারতের বালাবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা জিরো লাইন থেকে তিনদিন আগে ওলিয়ারকে অপহরণ করে ভারতে নিয়ে যায়।

সীমান্তের একটি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা ওলিয়ারকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় চোপড়া থানা পুলিশে সোর্পদ করে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

ওলিয়ারের পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পর বিজিবির ভজনপুর বিওপি কোম্পানি কমান্ডার ভারতের বালাবাড়ি বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পতাকা বৈঠকে বসার অনুরোধ জানায়।

মঙ্গলবার ভেলুপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ নিহত ব্যক্তি সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করে। তবে ‘মস্তিস্ক বিকৃত’ এক ব্যক্তিকে তারা আটক করে পুলিশে সোপর্দ করার কথা বিজিবির কাছে স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

Saturday, 14 April 2012

BSF 'kills' Bangladeshi at C'nawabganj border


Sat, Apr 14th, 2012 4:22 pm BdST

Chapainawabganj, Apr 14 (bdnews24.com) – Indian Border Security Force (BSF) on Saturday gunned down a Bangladeshi cattle trader along Chapainawabganj border.

Lt Col Jahangir Hossain, commander of Border Guard Bangladesh (BGB) 39 Battalion in Chapainawabganj, said the shooting took place at Chowka border of Shibganj upazila early in the morning.

The deceased was identified as Faruk Hossain, 25, son of Jasim Uddin from Parchowka village in the upazila.

Faruk died on the spot when BSF members of 125 Battalion of Shabdelpur fired on Bangladeshi cattle traders who were returning to Bangladesh from India with cattle around 5:30am, the BGB battalion commander said.

"BSF took away Faruk's body. Others fled the scene," Jahangir added.

He said BGB has sent a letter asking the BSF to return the body.

On Apr 4, another Bangladeshi was killed by BSF along Shingnagar border in Chapainawabganj.

bdnews24.com/corr/ost/sk/1610h

http://www.bdnews24.com/details.php?cid=2&id=222427&hb=3


বিএসএফের গুলিতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে


Sat, Apr 14th, 2012 2:01 pm BdST

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শনিবার ভোরে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নিহত ফারুক হোসেন (২৫) শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফারুকসহ কয়েকজন গরু নিয়ে চৌকা সীমান্তের ১৭৫ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতের শবদেলপুর ক্যাম্পের ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ফারুক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে। বিএসএফ ফারুকের লাশ সেখান থেকে নিয়ে যায়।

ফারুকের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

৪ এপ্রিল শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে রুহুল আমিন নামে আরেক যুবক বিএসএফের গুলিতে নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪৩২ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=191267

Friday, 13 April 2012

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ১৩-০৪-২০১২

ভারতের উত্তর চব্বিশ পরগনার কৈজুড়ি সীমান্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার এক বাংলাদেশি যুবককে বিএসএফ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকের নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ পতাকা বৈঠক করেছে।

এলাকাবাসী জানান, গত বুধবার রাতে কয়েকজন বাংলাদেশি রাখাল সাতক্ষীরার বৈকারি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গতকাল ভোরে তাঁরা গরু নিয়ে ফেরার পথে ভারতের কৈজুড়ি মাঠের ভেতরে পৌঁছালে বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটক করেন। পরে সেখানে তাঁরা তাঁকে লাঠি দিয়ে পেটান ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বেলা দুইটা পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. ছামিউন-নবী চৌধুরী জানান, ঘটনাটি জানার পর বিএসএফের কৈজুড়ি ক্যাম্পে চিঠি পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৈকারি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ জানিয়েছে, তারা কোনো বাংলাদেশিকে হত্যা করেনি।

বিএসএফের দাবি, ভারতীয় দুবৃর্ত্তরা ওই বাংলাদেশিকে হত্যা করতে পারে।

http://www.prothom-alo.com/detail/date/2012-04-13/news/240038

Thursday, 12 April 2012

সাতক্ষীরা সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা


Thu, Apr 12th, 2012 10:18 pm BdST

সাতক্ষীরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফের এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সিরাজুল ইসলাম (৩২) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের কালিয়ানি গ্রামের সৈয়দ আলি সরদারের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের ছোট বাঁকড়া এলাকার কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটকের পর কুপিয়ে হত্যা করে বলে তাই ভাই অভিযোগ করেছেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বিএসএফ বিজিবিকে বলছে, স্থানীয় গ্রামবাসীর মারপিটে সিরাজুলের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে সিরাজুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান।

বৃহস্পতিবার ভোররাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ছোট বাঁকড়া নামক স্থানে পৌঁছালে কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটক করে বলে স্থানীয়রা জানায়।

৩৮ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, সিরাজুল হত্যার পর তাৎক্ষণিকভাবে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়।

ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা (অপস) মেজর হারুন অর রশিদ বলেন, “বিএসএফ বলছে, তারা সিরাজুলকে মারেনি। সীমান্তে ভারতীয় অধিবাসীদের মারপিটে তার মৃত্যু হয়েছে।”

তবে নিহতের বড় ভাই বৈকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা তার ভাইকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

সিরাজুলের এক মেয়ে ও দুটি ছেলে রয়েছে। ভাইয়ের মৃতদেহ ফেরত পেতে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সাইফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২০৫ ঘ. 

http://www.bdnews24.com/bangla/details.php?id=191162&cid=2

BSF kills Bangladeshi near Satkhira border


UNB, Satkhira

A Bangladeshi cattle trader was allegedly killed by Indian Border Security Force (BSF) on Kaijuri-Baikari border in Satkhira early Thursday.
The victim was identified as Sirajul Islam, 32, son of Syed Ali Sardar of Kaliani Chhoygharia village in Satkhira Sadar upazila.
According to Bangladesh Border Guard (BGB) sources, Sirajul with other cattle traders went to India to buy cattle on April 10.
BSF personnel of Kaijuri camp arrested the victim when the party was returning to Bangladesh, and chopped him to death at about 4:30am on Thursday leaving his body in a paddy field, they added.
BGB members sent a letter to BSF authorities protesting the incident and making a request to hold a flag meeting.
Later, two flag meetings were held between BGB and BSF authorities at zero point near Kaijuri border.
However, BSF denied the allegation and said they were not involved in the killing, said Maj Shamim-un Nabi Chowdhury, second-in-command of 38 BGB battalion.
BSF members said they only discovered the body in the paddy field.
Officials of both BGB and BSF agreed to resolve the dispute through discussions and by taking necessary measures.

Friday, 6 April 2012

বাংলাদেশি নির্যাতন: বিএসএফ ‘ক্ষমা চেয়েছে’


Fri, Apr 6th, 2012 8:35 pm BdST

সাতক্ষীরা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আসার সময় পাসপোর্টধারী এক বাংলাদেশিকে নির্যাতন করার কারণে বিএসএফ ক্ষমা চেয়েছে বলে জানিয়েছে বিজিবি ।

বিজিবি জানায়, শুক্রবার সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে এক পতাকা বৈঠকে তারা বিজিবি’র কাছে ক্ষমা চায়। এছাড়া এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান বিএসএফ কর্মকর্তারা।

বিজিবি’র ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়ে চলে ১১টা ২০ মিনিট পর্যন্ত। আর্ন্তজাতিক মেইন পিলার ৩-এর কাছে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি’র কাছে ক্ষমা চেয়ে বিএসএফ’র প্রতিনিধি বলেছেন ভবিষ্যতে এমন ধরনের ঘটনা আর ঘটবে না।

তিনি বলেন, পতাকা বৈঠকে তিনি বিজিবি ৬ সদস্যের নেতৃত্ব দেন। ভারতের ৪৭ বিএসএফ ব্যাটালিয়নের ঘোজাডাঙ্গা ক্যাম্পের কমান্ডার এ সি শহীদ হোসেন বিএসএফ’র ৮ সদস্যের প্রতিনিধিত্ব করেন।

বিজিবি জানায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের গোপাল রায় (৪৫) গত ২৯ মার্চ পাসপোর্ট নিয়ে ভোমরা বন্দর হয়ে ভারত যান। বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি দেশে ফিরছিলেন।

ওই সময় ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন পার হয়ে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সামনে এলে বিএসএফ সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে। এসময় এক বিএসএফ সদস্য তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়।
আরেক বিএসএফ সদস্য তাকে লাথি মারতে থাকে। পরে লাঠি দিয়ে মারধর করে বাংলাদেশে ঠেলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.

http://www.bdnews24.com/bangla/details.php?id=190572&cid=2

Wednesday, 4 April 2012

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ০৪-০৪-২০১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আজ বুধবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুহুল আমীন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রুহুল একই উপজেলার তারাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিংনগর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত রুহুল আমীন গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আজ ভোর সাড়ে চারটায় ১৬৮/৪০ নম্বর পিলার সংলগ্ন শিংনগর সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। কিন্তু বাংলাদেশে প্রবেশের আগেই বিএসএফের শোভাপুর ক্যাম্পের জওয়ানরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ এসে মারা যান। স্থানীয় লোকজন রুহুল আমীনের লাশ উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দেয়।

এ প্রসঙ্গে নায়েক সুবেদার মনোয়ার হোসেন জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বেলা ১১টায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে চিঠি দেওয়া হয়েছে।