Sunday, 4 July 2010

গোয়াইনঘাট সীমান্তে বিডিআর-বিএসএফ সতর্ক অবস্থানে




গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | তারিখ: ০৪-০৭-২০১০


সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে উভয় বাহিনী।

এক সপ্তাহ ধরে বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশি সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে চাষাবাদ করছে বলে খবর রয়েছে। গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত, সংগ্রাম সীমান্ত, প্রতাবপুর ও বিছনাকান্দি সীমান্তে বিডিআর-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।

আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত কয়েক হাজার মানুষ। সীমান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলার নলজুরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয় সীমান্ত এলাকায় হওয়ায় সব সময় আতঙ্কে থাকতে হয়।’

জানা যায়, গত শুক্রবার গোয়াইনঘাটের পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার আলুবাগান ও মিনাটিলার ১২৭০ নম্বর সীমান্ত পিলার দিয়ে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে ভারতীয়রা। বিডিআর বাঁশি বাজিয়ে ও পতাকা উড়িয়ে সতর্ক অবস্থা জারি করলেও প্রথমে তারা তা মানেনি।

বিডিআরের ২১ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার জহিরুল আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে।’

No comments:

Post a Comment