Thursday, 8 July 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০৮-০৭-২০১০


রাজশাহীর পবা উপজেলার চরমাঝাড় দিয়াড় সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফারুক হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কিশোরপুর গ্রামে।

জানা গেছে, ভোরে ফারুক (২৫) সীমান্তের মেইন পিলার ৬৫-র ১১-এফ পিলার অতিক্রম করে নো-ম্যানস ল্যান্ডে পৌঁছালে ভারতের কাহারপাড়া ফাঁড়ির বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তাঁর লাশ নিয়ে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ।

বিডিআর সূত্র জানায়, ভারতে ফারুকের আত্মীয়স্বজন রয়েছে। এ জন্য তিনি প্রায়ই ভারতে যাওয়া-আসা করতেন।
৩৭ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ জানান, লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

No comments:

Post a Comment