Wednesday 2 January 2013

দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

Wed, Jan 2nd, 2013 7:18 pm BdST

জয়পুরহাট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূন্য রেখা পর হওয়ার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে দুই বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার বিকাল ৪টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির ২৮১ নম্বর মেইন পিলারের ২১ সাব পিলারের কাছ থেকে হাবিল হোসেন (২২) এবং মজু মিয়াকে (৪০) নিয়ে যায়।

জয়পুরহাট বিজিবি-৩ এর কমান্ডার লে. কর্নেল সাব্বির আলী খসরু বলেন, কৃষি কাজের জন্য তারা সীমান্তের শূন্যরেখা পার হলে বিএসএফ আটক করে নিয়ে যায়।

তাদের বাড়ি উপজেলার পূর্ব ঊষা গ্রামে। হাবিল ওই গ্রামের বাকির আলীর এবং মজু দ্বীন মোহাম্মদের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, তাদের ফেরত দেওয়ার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ এখনো এর জবাব দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/১৯১৪ ঘ.

http://bdnews24.com/bangla/details.php?id=215353&cid=2

No comments:

Post a Comment