ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ০১-০১-২০১৩
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার বুজরুক গ্রামের নুর ইসলাম (২৮) ও একই উপজেলার দেওগাঁও গ্রামের মুক্তার দাই (২৭)।
২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপারেশন কর্মকর্তা মেজর মুনতাসির মামুন সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে বাংলাদেশের একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তের ৩৬১ নম্বর মেইন পিলারের কাছে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের ১৪ ব্যাটালিয়নের বোররা ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই নুর ইসলাম ও মুক্তার মারা যান। এরপর বিএসএফ সদস্যরা তাঁদের লাশ ভারত সীমান্তে নিয়ে যান।
মেজর মুনতাসির মামুন সিদ্দিক আরও জানান, দুই বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে যাওয়ার ঘটনায় তাত্ক্ষণিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। পরে আজ বেলা একটায় বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয়, দাপ্তরিক কাজ শেষে বিএসএফ দ্রুত লাশ হস্তান্তর করবে।
No comments:
Post a Comment