Friday 18 January 2013

রাজশাহীতে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৮-০১-২০১৩ 

 রাজশাহীর চরতারানগর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করেও রুমন শেখ (২২) নামের ওই যুবককে ফেরত আনতে পারেনি। তাঁর বাবার নাম সাবান শেখ। স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক জানান, রুমন শেখ একজন কৃষক। তিনি সীমান্তের কাছে তাঁর গমখেত দেখতে গিয়েছিলেন। সন্ধ্যার একটু আগে বিএসএফ গাড়ি নিয়ে এসে তাঁকে ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, ওরা বাংলাদেশের সীমান্তের ভেতরেই গাড়ি নিয়ে খানিকটা ঢুকে পড়েছিল। গাড়ির চাকার দাগ এখনো রয়েছে।

যোগাযোগ করা হলে খানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার জালাল উদ্দিন জানান, ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি বিএসএফকে পতাকা বৈঠকের জন্য খবর পাঠান। পরে সন্ধ্যা ছয়টার দিকে তারা আসে। তাদের অভিযোগ, এই যুবকসহ আরও কয়েকজন লোক ভারতীয় সীমান্ত এলাকার ভেতরে ঢুকেছিলেন। তারা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যান। পেছনে থাকার কারণে তারা রুমনকে ধরতে পেরেছে।

জালাল উদ্দিন জানান, বিএসএফ জানিয়েছে, রুমনকে ইতিমধ্যে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ জন্য তাঁকে ছেড়ে দেওয়া সম্ভব নয়।

http://www.prothom-alo.com/detail/date/2013-01-18/news/322302

No comments:

Post a Comment