Monday 15 February 2010

তিন বাংলাদেশি আহত হওয়ায় বিএসএফের দুঃখ প্রকাশ


জৈন্তাপুর সীমান্তে পতাকা বৈঠক


নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৫-০২-২০১০


সিলেটের তামাবিল সীমান্তে গতকালের গোলাগুলিতে তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। আজ সোমবার তামাবিল সীমান্তে বিডিআর ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে অনুষ্ঠেয় এ বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়ন-১-এর কমান্ডিং অফিসার এস এফ তিরকে।

বৈঠক শেষে লে. কর্নেল খন্দকার জহিরুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে তিন বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি তামাবিল সীমান্তে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিরোধপূর্ণ জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম না করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।

No comments:

Post a Comment