Thursday, 18 February 2010

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে কৃষক নিহত

পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ১৮-০২-২০১০


পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে মো. ইসলাম মিয়া (৩৮) নামের বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই বিএসএফ সদস্যরা ইসলাম মিয়ার লাশ নিয়ে যান।

ইসলাম মিয়া ভারতীয় সীমান্তবর্তী মাধুপাড়া গ্রামের মরহুম শরবতু মোহাম্মদের ছেলে। বিডিআর ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেল তিনটার দিকে মাধুপাড়া সীমান্তের ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে ইসলাম মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গীমারী সীমান্তের ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই ইসলাম মিয়ার মৃত্যু হয়।

পঞ্চগড়ে ২৫ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment