Friday, 26 February 2010

বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত



নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ২৬-০২-২০১০


ঝিনাইদহের মহেশপুরের সঙ্গে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য স্বপন মিয়া জানান, শফিকুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। বুধবার তিনি গরু আনতে অবৈধভাবে ভারতে যান। এরপর সেখান থেকে আজ ভোরে দেশে ফেরার পথে বাঘাডাঙ্গা সীমান্তের কাছে ভারতের রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে।
চুয়াডাঙ্গা বিডিআরের কমান্ডিং অফিসার লে. কর্নেল সুলতান আহম্মদ জানান, ভারতের ৭০০ গজ ভেতরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর বিএসএফ লাশ নিয়ে যায়। লাশ ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment