নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৮-০২-২০১০
সিলেটের সীমান্ত এলাকায় বিরোধপূর্ণ ভূমির সমস্যাটি উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে এবং সীমান্তে বিএসএফ যে অস্থায়ী চৌকি স্থাপন করেছিল, তা সরিয়ে নেওয়া হবে। সিলেটের শ্রীপুর সীমান্তে গতকাল বুধবার বিডিআর ও বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের পর এসব বিষয়ে একমত হয়েছে।
বিডিআর সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া এ বৈঠক চলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত। শ্রীপুর সীমান্ত এলাকার সিলেট জেলা পরিষদের ডাকবাংলোতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন উপমহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয় ও আসাম রাজ্যের আইজিএস পৃথ্বিরাজ।
বৈঠক শেষে বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর মো. কোহিনুর আলম সাংবাদিকদের জানান, গত ৪ ফেব্রুয়ারি বিএসএফ সিলেটের জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওর এলাকায় বিডিআরের নায়েককে তুলে নিয়ে যাওয়া, গত ১৪ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
No comments:
Post a Comment