Thursday 8 March 2012

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ


অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০৩-২০১২

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গি থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওই যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তাঁর বাড়ি পাটগ্রাম উপজেলার বুড়িমারী মাস্টার বাড়ি গ্রামে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮৪৩ নম্বর পিলারের কাছে ধানখেতে কাজ করার সময় ভারতের কোচবিহারের চন্দ্রাবান্ধা ক্যাম্প থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাঁকে নির্যাতন করে বলেও তারা অভিযোগ করে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ নম্বর ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আসলাম বলেন, আটক ওই যুবককে ফেরত দেওয়ার ব্যাপারে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। ইউএনবি।

http://www.prothom-alo.com/detail/date/2012-03-08/news/231030

No comments:

Post a Comment