Wednesday, 28 March 2012

বিএসএফের পিটুনিতে মৃত্যু


Wed, Mar 28th, 2012 4:38 pm BdST

বেনাপোল/যশোর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের পুটখালি সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বিএসএফ।

নিহত মো. শাহাদাত (৩২) যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার সকালে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র পুটখালী ক্যাম্প অধিনায়ক নায়েক সুবেদার জয়নাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মঙ্গলবার রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে আংরাইল সীমান্ত দিয়ে শাহাদাত ভারতে গরু কিনতে গিয়েছিল। ভোরে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদের ধাওয়া দেয়। এসময় শাহাদাত ধরা পড়ে যায়।

“পরে বিএসএফ তাকে পিটিয়ে হত্যার পর লাশ চরের মাঠে ফেলে রেখে যায়। সকালে লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়।”

বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান, শাহাদাতের লাশ সকাল ১০টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৫ ঘ. 

http://bdnews24.com/bangla/details.php?id=189790&cid=2


No comments:

Post a Comment