Saturday 13 March 2010

গোয়াইনঘাটে পতাকা বৈঠক শেষে পরিস্থিতি শান্ত




গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | তারিখ: ১৩-০৩-২০১০


সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও পাদুয়া সীমান্তে আজ শনিবার বিডিআর-বিএসএফের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিডিআর-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে।
এই পতাকা বৈঠকে বিডিআর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিলেট ২১ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জহিরুল হক।

বৈঠকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর ও পাদুয়া বিরোধপূর্ণ ভূমিতে বিএসএফের অগ্রবর্তী অবস্থান নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, বিরোধপূর্ণ জায়গা থেকে বিএসএফ সরে গিয়ে আগের জায়গায় অবস্থান নেবে এবং উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া পুনরায় বিরোধপূর্ণ ভূমি নিয়ে একতরফা কোনো সিদ্ধান্ত নেবে না। এই পতাকা বৈঠক শেষে গোয়াইনঘাট সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

উল্লেখ্য, আজ শনিবার ভোর থেকে গোয়াইনঘাটের প্রতাপপুর ও পাদুয়া সীমান্তে বিডিআর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মুখোমুখি অবস্থান নেয়। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভেতর ১২৭০ ও ১২৭১ নম্বর পিলার অতিক্রম করে বিরোধপূর্ণ জমি দখল করে নেয়। ওই জায়গায় তারা বাংকার খনন করে। বিডিআরও বাংকার খনন করে।

No comments:

Post a Comment