Wednesday, 24 March 2010

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




লালমনিরহাট প্রতিনিধি | তারিখ: ২৪-০৩-২০১০


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মনোরঞ্জন মণ্ডল (৩০)।

জাওরানী সীমান্তের মেইন পিলার নম্বর-৯১২ ও সাব-পিলার নম্বর-৩-এর কাছে খামারবাড়ী গ্রামের বিপরীতে ভারতীয় গ্রাম কাতাইবাড়ী এলাকায় মনোরঞ্জনকে বিএসএফের সদস্যরা গুলি করে হত্যা করে লাশ নিয়ে যান।

হাতীবান্ধার দইখাওয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আমির জানান, সম্ভবত অবৈধভাবে ভারতে ঢোকার সময় বিএসএফ সদস্যদের গুলিতে মনোরঞ্জন মারা যান। নিহত মনোরঞ্জনের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খোলাপাড়া বালিগাঁও গ্রামে। তিনি পেশায় একজন দর্জি। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে তাঁর বোন থাকেন।

No comments:

Post a Comment