Sunday 12 February 2012

এবার বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশি নারী


তারিখ: ১২-০২-২০১২

 এবার বাংলাদেশি এক নারীকে অমানবিকভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁকে মৃত ভেবে বেনাপোল সীমান্ত এলাকায় ফেলে যায়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

নির্যাতনের শিকার ওই নারীর নাম হালিমা বেগম (৩৫)। তিনি মৃত মোশাররফের স্ত্রী। বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার দাবদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালিমা গতকাল বিকেলে বেনাপোল তল্লাশিচৌকির কাছে বাংলাদেশ-ভারতের রেলপথে কাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে নির্যাতন চালায়। পরে তাঁকে মৃত মনে করে বেনাপোলের বিপরীতে ভারতের অংশে পেট্রাপোল এলাকায় ফেলে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল তল্লাশিচৌকির কমান্ডার ফজলুল হক বলেন, স্থানীয় লোকজন হালিমাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে বেনাপোলের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

No comments:

Post a Comment